Events
সুধী ভক্ত সজ্জন, নমস্কার । আগামী ৩রা জুন, শনিবার ২০২৩ দেবালয় পরিবারের সকল ভক্তদের উদ্দ্যোগে বৃহদাকারে মহাযোগী, শিবশক্তি বাবা লোকনাথ ব্রম্যচারীর ১৩৩ তম তিরোধান দিবস পালনের আয়োজন করা হয়েছে।এহেন সংকল্পে, শ্রদ্ধেয় শ্রী অসীম চক্রবর্তী মহাশয়ের পৌরহিত্যে, সকাল ১০টা থেকে রাত ১১টা অবধি সারাদিন ব্যাপি বাবার পূজা অর্চনা, ভোগ নিবেদন, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম কীর্তন, সন্ধ্যা আরতি সহ ভক্তিমূলক ভজন আস্বাদনের বিশেষ আয়োজন করা হয়েছে ।ভক্তদের বিশেষ অনুরোধে, স্থানীয় শিল্পীদের পর পরই, রাত্র ৯টা থেকে রাত্র ১১টা পর্যন্ত সদূর কোলকাতা থেকে আগত , প্রোথিতযশা, কন্ঠের যাদুকর , শ্রী শান্তুনু ভৌমিক এর অনাবিল, মনোমুগ্ধকর ভক্তিমূলক গানের এক অনবদ্য আয়োজন থাকছে । অনুষ্ঠানের মাধুর্য বর্ধনে তবলা সংগতে থাকছেন, আমাদের এই প্রবাসের উদীয়মান, বহুগুণে গুণান্বিত শ্রী সূচরিত দত্ত এবং শ্রী চন্দন ব্যানার্জি । সারাদিন ব্যাপি বাবার এই অনুষ্ঠানটি আস্বাদন ও অবগাহনের জন্য, দেবালয়ের পক্ষ থেকে, আপনাদের সকলকে স্বপরিবারে এবং স্ববান্ধবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার বিনীত অনুরোধ করা হচ্ছে ।
জয় বাবা লোকনাথ ।🙏🙏🙏
প্রণামান্তে ,
দেবালয়ের ভক্তবৃন্দ
Devaloy
8529 Commonwealth Blvd.,
Bellerose, NY 11426.
(718)347-0371
বিঃ দ্রঃ – দেবালয়ের পরিধি ছোট হওয়ার জন্য ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথম বারের মত দেবালয়ের অতি সন্নিকটে – নিম্নলিখিত ঠিকানায় এই অনুষ্ঠানটি উৎযাপন করা হবেঃ
Address: 258-10 Hillside Ave.,
Glen Oaks, NY11004
(Temporary venue)