QUALITY IS OUR FIRST PRIORITY . GROW AGRICULTUTAL INDUSTRIES.

Events

সুধী ভক্ত সজ্জন, নমস্কার । আগামী ৩রা জুন, শনিবার ২০২৩ দেবালয় পরিবারের সকল ভক্তদের উদ্দ্যোগে বৃহদাকারে মহাযোগী, শিবশক্তি বাবা লোকনাথ ব্রম্যচারীর ১৩৩ তম তিরোধান দিবস পালনের আয়োজন করা হয়েছে।এহেন সংকল্পে, শ্রদ্ধেয় শ্রী অসীম চক্রবর্তী মহাশয়ের পৌরহিত্যে, সকাল ১০টা থেকে রাত ১১টা অবধি সারাদিন ব্যাপি বাবার পূজা অর্চনা, ভোগ নিবেদন, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম কীর্তন, সন্ধ্যা আরতি সহ ভক্তিমূলক ভজন আস্বাদনের বিশেষ আয়োজন করা হয়েছে ।ভক্তদের বিশেষ অনুরোধে, স্থানীয় শিল্পীদের পর পরই, রাত্র ৯টা থেকে রাত্র ১১টা পর্যন্ত সদূর কোলকাতা থেকে আগত , প্রোথিতযশা, কন্ঠের যাদুকর , শ্রী শান্তুনু ভৌমিক এর অনাবিল, মনোমুগ্ধকর ভক্তিমূলক গানের এক অনবদ্য আয়োজন থাকছে । অনুষ্ঠানের মাধুর্য বর্ধনে তবলা সংগতে থাকছেন, আমাদের এই প্রবাসের উদীয়মান, বহুগুণে গুণান্বিত শ্রী সূচরিত দত্ত এবং শ্রী চন্দন ব্যানার্জি । সারাদিন ব্যাপি বাবার এই অনুষ্ঠানটি আস্বাদন ও অবগাহনের জন্য, দেবালয়ের পক্ষ থেকে, আপনাদের সকলকে স্বপরিবারে এবং স্ববান্ধবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার বিনীত অনুরোধ করা হচ্ছে ।
জয় বাবা লোকনাথ ।🙏🙏🙏
প্রণামান্তে ,
দেবালয়ের ভক্তবৃন্দ
Devaloy
8529 Commonwealth Blvd.,
Bellerose, NY 11426.
(718)347-0371

বিঃ দ্রঃ – দেবালয়ের পরিধি ছোট হওয়ার জন্য ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথম বারের মত দেবালয়ের অতি সন্নিকটে – নিম্নলিখিত ঠিকানায় এই অনুষ্ঠানটি উৎযাপন করা হবেঃ
Address: 258-10 Hillside Ave.,
Glen Oaks, NY11004
(Temporary venue)

শ্রীকৃষ্ণ অবতার, পতিতপাবন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি ও দোল উৎসব উদযাপন ২০২৩।
স্হানঃ দেবালয়
তারিখঃ ৭ই মার্চ, মজ্ঞলবার , ২০২৩
সময়ঃ বিকেল ৫ঃ০০ ঘটিকা থেকে রাত্রি ৯ঃ০০ ঘটিকা পর্যন্ত ।
সুধী ভক্তবৃন্দ,
নমস্কার । আগামী ২২শে ফাল্গুন , ইংরেজী ৭ই মার্চ, মজ্ঞলবার , ২০২৩ বিকেল ৫ঃ০০ ঘটিকা থেকে রাত্রি ৯ঃ০০ ঘটিকা পর্যন্ত দেবালয়ে , শ্রীকৃষ্ণ অবতার ,পতিতপাবন শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি ও শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত মধুরলিলা দোল উৎসব উদযাপন করা হবে । এতদ্ উপলক্ষ্যে দেবালয়ের পক্ষ থেকে , আপনাদের সকল ভক্তবৃন্দদের স্ববান্ধবে আমন্ত্রণ ও উপস্হিতি থাকার বিনীত অনুরোধ করা হচ্ছে ।
হরে কৃষ্ণ । 🙏🙏🙏
প্রণামান্তে,
Devaloy
85-29 Commonwealth Blvd,
Bellerose, NY 11426
(718)347-0371
সুধী ভক্তসজ্জন,
নমস্কার । আগামী ১২ই চৈএ, ১৪২৯, ইংরেজী ২৭শে মার্চ, ২০২৩, সোমবার হতে ১৬ই চৈএ, ১৪২৯ , ইংরেজী ৩১ শে মার্চ , শুক্রবার, ২০২৩ অবধি সম্পূর্ণ বৈদিক তিথি মতে দেবালয়ে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা ২০২৩ এর আয়োজন করা হয়েছে । মায়ের এই পূজা অর্চনায় , দেবালয়ের পক্ষ থেকে আপনাদের সকল সুধীসজ্জন ও শুভাকাংক্ষীদের আমন্ত্রণ ও উপস্হিতি একান্তভাবে কামনা করা হচ্ছে ।
জয় মা ।🙏🙏🙏
আপনাদের জ্ঞাতার্থে দেবালয়ে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা ২০২৩ এর সময় দেওয়া হলঃ
১২ই চৈএ, ইংরেজী ২৭শে মার্চ, সোমবার
দেবীর সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস – সন্ধ্যা ৬ টায় ।
১৩ই চৈএ, ইংরেজী ২৮শে মার্চ, মজ্ঞলবার
দেবীর সপ্তমাদি কল্মারন্ভ ও সপ্তমীবিহিত পূজা ।
১৪ই চৈএ, ইংরেজী ২৯শে মার্চ, বুধবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমীবিহিত পূজা ।
১৫ই চৈএ, ইংরেজী ৩০শে মার্চ, বৃহস্পতিবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমীবিহিত পূজা ।
১৬ই চৈএ, ইংরেজী ৩১শে মার্চ, শুক্রবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমীবিহিত পূজা ।
সপ্তমী, অষ্টমী ও নবমী প্রত্যহ্ – পুষ্পান্জ্ঞলী বেলা ১ টায় ।
প্রত্যহ্ ভোগ ও দেবীর আরতী বেলা – ১ঃ৩০মিঃ ।
প্রত্যহ্ দেবীর সন্ধ্যা আরতী – সন্ধ্যা ৭ ঘটিকায় ।
প্রণামান্তে,
দেবালয় পরিবারের ভক্তবৃন্দ
Devaloy
85-29 Commonwealth Blvd,
Bellerose, NY 11426
(718)347-0371